শিবগঞ্জের তর্ত্তিপুর ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শন করলেন এমপি-মেয়র

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীর উপর তর্ত্তিপুর ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও পৌর মেয়র কারিবুল হক রাজিন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ব্রীজ নির্মাণ কাজের অগ্রগতি দেখতে ছুটে যান তারা।

পরিদর্শনকালে ডা. শিমুল এমপি বলেন, শিবগঞ্জ উপজেলার চর এলাকার কয়েকটি ইউনিয়নের জনগনের সহজ যোগাযোগ ও জীবনমান উন্নয়নের লক্ষে গত ২০১৮ সালে পাগলা নদীর উপর তর্ত্তিপুর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। এতে ব্যয় ধরা হয় ১৭ কোটি ৬ লাখ ৯১ হাজার ৯৯৫ টাকা। ব্রীজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তর্ত্তিপুর ব্রীজের কাজ প্রায় ৭০ ভাগ ইতিমধ্যেই শেষ হয়েছে। দরপত্র অনুযায়ী কাজ শেষ করতে নিয়মিত ৫০-৬০ জন শ্রমিক প্রতিনিয়ত কাজ করছে। আশা করি চলতি বছরেই ব্রীজ নির্মাণের কাজ শেষ করা সম্ভব হবে বলে জানান তিনি।

এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উজিরপুর ইউনিয়নের সোভান উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় ও বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য।

এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাকিব-আল-রাব্বি।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।