সোমবার , ৬ মে ২০২৪ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোমস্তাপুরে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু

Paris
মে ৬, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি:
আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠেয় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ। নিজ নিজ প্রতীকের পোস্টার লাগানো শুরু করেছেন। তাদের পক্ষে চলছে মাইকিং।
বর্তমান চেয়ারম্যান হুমায়ুন রেজা উপজেলা সদর রহনপুর পৌর এলাকায় এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ি আশরাফ হোসেন মিলন গোমস্তাপুর ইউনিয়নে জনসংযোগ করেন।
এবার  উপজেলায় চেয়ারম্যান পদে  ৪জন,ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন। চেয়ারম্যান পদে  যারা প্রতিদ্বন্দীতা করছেন তারা হলেন, গোমস্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন মিলন (আনারস) বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা (ঘোড়া)  বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন (মোটরসাইকেল)  ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হালিমা বেগম (কাপ পিরিচ) ভাইস চেয়ারম্যান( পুরুষ) পদে যারা প্রতিদ্বন্দীতা করবেন, তারা হলেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম (চশমা)ও বর্তমান ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু (টিউবওয়েল)  সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল (তালা), যুবলীগ নেতা মাসুদ পারভেজ (মাইক) ও সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা  মোকসেদুর রহমান (টিয়াপাখি) ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দীতা করবেন তারা হলেন, মনিরা খাতুন( সেলাই মেশিন)  জোহনা খাতুন( ফুটবল) শামীমা বেগম (কলস),শিরিন আকতার( পদ্মফুল)  সুলতানা খাতুন( হাঁস)  ও শামীমা জাহান সারা (পাখা)

সর্বশেষ - রাজশাহীর খবর