চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল নিয়ে আ’লীগ নেতাসহ র‌্যাবের হাতে ধরা ৪

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আকতার ডালুর বাড়ি থেকে ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৩ জুলাই) ওই বাড়িতে অভিযান চালিয়ে ডালুসহ আরো তিনজনকে আটক করা হয়।

আটকরা হল- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়ার রিয়াজ উদ্দিনের ছেলে ও আওয়ামী লীগ নেতা শাহজাহান আকতার ওরফে ডালু (৬১), দূর্গাপুর এলাকার শাহজাহান আলীর ছেলে মাইনুল ইসলাম (৪০), আলীনগর রেলস্টেশন এলাকার মোছা. কমলা বেগম (৩০) ও হাড্ডিপট্টি এলাকার মোছা. আজুফা বেগম (৫০)।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এএসপি আজমল হক জানান, মাদক কেনাবেচা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাবের একটি দল পাঠানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৩১ বোতল ফেনসিডিলসহ ওই চারজনকে আটক করা হয়। আটক দুই নারী বিভিন্ন কৌশলে ফেনসিডিল পৌঁছে দিতো শাহজাহান আকতার ডালুর কাছে। এর পর সে নির্ধারিত ধর্নাঢ্য ব্যক্তিদের কাছে ফেনসিডিলগুলো বিক্রি করতো।

র‌্যাব জানায়, আটকরা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা ডালু দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তার বসত বাড়িতে মাদকের কারবার চালিয়ে আসছিল। ক্ষমতাসীন বলে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান জানান, শাহজাহান আকতার ডালু পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বেশ কিছুদিন আগে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়।

স/অ