লালপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ১৩, আহত ৩৪

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরের কদিমচিলানে নাটোর-পাবনা মহাসড়কের ক্লিকমোড় এলাকায় যাত্রীবাহি বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন শিশু ৫জন পুরুষ ও ৬জন নারী । নিহতের ১৩ জনই লেগুনার যাত্রী।

শনিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটিয়ে পাশ্ববর্তী খাদে উল্টে পড়ে। এতে বাসের কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছে। সংবাদ পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী চ্যালেঞ্জার পরিবহনের একটি যাত্রীবাহি বাসের( ঢাকা মেট্রো-চ.৫৬৫৯) সাথে বনপাড়া থেকে ঈশ্বরদীগামী লেগুনার সংঘর্ষ ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিলো। নিহতের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। তবে নিহতের অধিকাংশই নাটোর ও পাবনা জেলার বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসূন নূর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার কাজ চলছে।

অপরদিকে বিকাল সাড়ে পাঁচটার দিকে লালপুরের তিনখুটি নামক স্থানে সিএনজির চাকা বের হয়ে সাইফুল (৩২), খাইরুল (২৭), সাইদ (২৬) ও আবুল কালাম আজাদ (২৮) গুরুতর আহত হয়ে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স/শ