রাজশাহীতে ২৭ যানবাহনের বিরুদ্ধে মামলা, দুই বাস জব্দ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মহাসড়কে র‌্যাবের ভ্রাম্যমান চেকপোষ্টে ২৭টি যানবাহনে মামলা ও কাগজপত্র না থাকায় ২টি বাস জব্দ করা হয়েছে।

ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ২৩ তারিখ সকাল থেকে গভীর রাত পর্যন্ত র‌্যাব-৫ রাজশাহী-ঢাকা মহাসড়কের বেলপুকুরে চেকপোষ্ট বসিয়ে যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করেন।

র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের সার্বিক নিরাপত্তা ও তাদের ঈদ ভ্রমণ নির্বিঘ্ন করতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া সদর দফতরের অধীন সিপিএসসি ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার ও শুক্রবার দিন থেকে গভীর রাত পর্যন্ত বেলপুকুরে চেকপোষ্ট বসিয়ে  ৮৯ টি বাস, ১৮ টি প্রাইভেট কার এবং ৭৫ টি মোটরসাইকেল চেক করেন।

চেকপোষ্ট পরিচালনাকালে ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স এবং ইন্স্যুরেন্স এর মেয়াদ না থাকায় ১১ টি বাস, ১৪ টি মোটরসাইকেল, ২ টি প্রাইভেট কারের বিরুদ্ধে ১৯৮৩ সনের মোটরযান আইনের ১৩৭,১৫২ এবং ১৫৫ ধারায় মোট ২৭ টি মামলা দেওয়া হয় এবং ২ টি বাসের কোন প্রকার কাগজপত্র না থাকায় বেলপুকুর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৫ ঈদ পরবতী আরও কয়েকদিন ধারাবাহিকভাবে মহাসড়কে যানবাহন তল্লাশি অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।

স/অ