লালপুরে বড়দিন উদযাপিত

লালপুর (নাটোর) প্রতিনিধি:
সারা বিশ্বে শনিবার (২৫ ডিসেম্বর ) উদযাপিত হয়েছে শুভ বড়দিন। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এ দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এ ধরায় আগমন ঘটেছিল।
নাটোরের লালপুরে খ্রিস্ট ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্যদিয়ে দিনটি পালন করেন।
উপজেলার ডহরশৈলা জপমালার রানী মারিয়ার গির্জা, পুরাতন ঈশ্বরদী ব্যাপটিস্ট গির্জা, সালামপুর যোত্রামানাথ নেহে গির্জা ও নওদাপাড়া ক্যাথলিক গির্জা এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বীরা নানা কর্মসূচির মাধ্যমে উৎসব পালন করেন। বিভিন্ন গির্জায় ধর্মীয় আচার, আনন্দ-উৎসব, ধর্মীয় সংগীত ও প্রার্থনার মধ্যদিয়ে নানা আয়োজনে উদযাপন করছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
নওদাপাড়া ক্যাথলিক গির্জার ফাদার জোসেফ মিস্ত্রি বলেন, উপজেলার চারটি গির্জায় আড়াই শতাধিক খ্রিস্টান ধর্মাবলম্বী সুষ্ঠুভাবে উৎসব উদযাপন করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, কঠোর নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে বড়দিন পালিত হয়েছে।
জেএ/এফ