লালপুরে নিজেই বিয়ে বন্ধ করল কিশোরী

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে প্রশাসনের সহযোগিতায় নিজের বিয়ে বন্ধ করল ১৪ বছরের এক কিশোরী।শনিবার (২৫ ডিসেম্বর) উপজেলার চংধুপইল ইউনিয়নের দেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’ কর্মকর্তা তপন কুমার সরকার বলেন, বাগাতিপাড়া নাগদহ গ্রামের ওই কিশোরীকে দেলুয়া গ্রামে নানার বাড়িতে পারিবারিকভাবে বিয়ের উদ্যোগ নেওয়া হয়। ওই কিশোরী বিষয়টি তাঁকে অবগত করে। তিনি এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে প্রশাসনের পক্ষ থেকে বাল্য বিবাহ বন্ধ করা হয়।
চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান আবু আল বেলাল বলেন, বিষয়টি অবগত হওয়ার পর প্রশাসনের সহযোগিতায় বাল্যবিয়ে বন্ধ করেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার (ভারপ্রাপ্ত) বলেন, বাল্য বিয়ে বন্ধ করে ওই কিশোরীকে তিনি নিজে বাগাতিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছে দেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, কিশোরীকে উদ্ধার করে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পুলিশ বাড়িতে পৌঁছে দিয়েছে।
জেএ/এফ