লালপুরে ট্রেনের চোরাই তেল সহ ৫ জন আটক

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুরে র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার ৩০ লিটার ট্রেনের চোরাই তেল সহ ৫ জনকে আটক করেছেন।

গত বুধবার ভোর ৫ টার দিকে উপজেলার টিটিয়া ( আবেদ মোড়) ও পাশ্ববর্তী ঈশ্বরদীর ফাতেহ মোহাম্মদপুর এলাকায় র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার ৩০ লিটার ট্রেনের চোরাই তেল জব্দ করেন । এসময় এর সাথে জড়িত থাকায় ৫ জনকে হাতে নাতে আটক করেন ।

আটকৃতরা হলো, লালপুর উপজেলার ডহরশৈলা গ্রামের মৃত সামাদ আলী মন্ডলের পুত্র এবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপি বিএনপির সাবেক সভাপতি আবেদ আলী (৫৫), মৃত নবীর আলীর পুত্র মুক্তার হোসেন, ঈশ্বরদী ফতেহ মোহাম্মদপুর গ্রামের মৃত গোলাম রহমানের পুত্র মিজানুর রহমান (৫৫), আব্দুল গাফরের পুত্র কামাল হোসেন (৩০) ও মৃত মুসা আলীর পুত্র শাহাজাদাকে আটক করে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার এএসপি এসএম জামিল আহামেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার টিটিয়া ( আবেদ মোড়) ও ঈশ্বরদীর ফাতেহ মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে ট্রেনের ৪ হাজার ৩০ লিটার চোরাই তেল, ৩টি মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয় এবং ৫ জনকে হাতেনাতে আটক করা হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জব্দকৃত চোরাই ডিজেল বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলো বলে স্বীকার করেছে ।

এ ব্যপারে আটকৃতদের বিরুদ্ধে লালপুর ও ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।

 

স/স্ব