সিংড়ায় লটারির মাধ্যমে কৃষকের ভাগ্য নির্ধারণ

সিংড়া প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে আমন ধান সংগ্রহ করার লক্ষ্যে লটারির মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে চলনবিলের কৃষকদের ভাগ্য।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু’র নেতৃত্বে এই উন্মুক্ত লটারির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার আল আমিন সরকার, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম প্রমূখ।

উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ২শ ৬৯ জন কৃষকের ভাগ্য নির্ধারণ করা হয়।

 

স/স্ব