বাঘায় মোজাহার হোসেন বৃত্তি পেলেন শিক্ষার্থীরা

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় মরহুম মোজাহার হোসেন শিক্ষা বৃত্তি ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত হরিরামপুর উচ্চ বিদ্যালয়ে এই পরিক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় অংশ গ্রহণ করেন ৬৪ জন শিক্ষার্থী। অংশ গ্রহণকারী পরীক্ষায় উত্তীর্ণ ২০ জনকে বৃত্তি সনদ ও নগদ টাকা প্রদান করা হয়।

সকাল ১১ টায় হরিরামপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে বিদ্যালয়ের সাতবারের নির্বাচিত সভাপতি নওশাদ আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটি সদস্য মুনসুর রহমান, জুলফিকার আলী ভূট্ট্র, ভুগোল হোসেন, ডাবলু আহম্মেদ, প্রধান শিক্ষক শাহা আলম, সহকারি প্রধান শিক্ষক হাসান আলী প্রমুখ।

আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রথম স্থান অধিকারিকে পাঁচ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারিকে তিন হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারিকে দুই হাজার টাকা, এছাড়া ১৭ জনকে ৫০০ টাকা ও প্রত্যেককে একটি করে সনদপত্র প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ব্যক্তিবর্গ।

পরীক্ষার সার্বিক দায়িত্ব পালন করেন মরহুম মোজাহার হোসেন শিক্ষা বৃত্তির পৃষ্টপোশক নওশাদ আলী।

 

স/স্ব