রুয়েট কর্মচারীদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কর্মচারীদের দুইদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১) সকাল সাড়ে ৯টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি রুয়েট উপাচার্য ড. মো. রফিকুল ইসলাম সেখ এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রুয়েটের ‘আইআইসিটি’ (ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজী)-এর উদ্যোগে ভার্চুয়াল কনফারেন্স রুমে ৩য় ও ৪র্থ কর্মচারীদের অংশগ্রহণে ২১-২২ জুন দু’দিনব্যাপী ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইআইসিটি পরিচালক ও রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুজ্জামান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আল মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, আইআইসিটি সহকারী অধ্যাপক মো. সোয়েব আকতার। অনুষ্ঠানে বিভিন্ন্ বিভাগ, দপ্তর, শাখা প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দু’দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

জি/আর