বুধবার , ২ অক্টোবর ২০১৯ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রুয়েটে কেন্দ্রীয় মেডিকেল সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক
অক্টোবর ২, ২০১৯ ১:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে নবনির্মিতব্য রুয়েট কেন্দ্রীয় মেডিকেল সেন্টার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রুয়েটের মেডিকেল সেন্টারে সংযুক্তের জন্য নতুন ক্রয়কৃত একটি এ্যাম্বুলেন্স প্রদান করা হয়।

বুধবার সকাল সাড়ে ১০ টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন, রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।

পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক ড. মিয়া মোঃ জগলুল সাদাতের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের রেজিষ্ট্রার(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন, গবেষণা ও সম্প্রসারণের পরিচালক ড. ফারুক হোসেন,পরিচালক ছাত্রকল্যাণ ড. রবিউল আওয়াল প্রমুখ।


আরও উপস্থিত ছিলেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশিদ, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনচার্জ ড. আলী হোসেন, চীফ মেডিকেল অফিসার ডাঃ মকসেদ আলী, প্রধান প্রকৌশল শাহাদাৎ হোসেন, অধিকতর উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধায় প্রকৌশলী অমিত রায় চৌধুরী, অফিসার সমিতির সভাপতি দিলীপ কুমার ঘোষ,কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলামসহ রুয়েটের ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে রুয়েট মেডিকেল সেন্টারে প্রাক্কণ নির্মাণ ব্যয় ধরা হয়েছে আনুমানিক ২ কোটি ৩৩ লাখ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজ নিমার্ণকাজ সম্পন্ন করার দায়িত্ব পান। রাজস্ব খাত থেকে রুয়েটের নতুন ক্রয়কৃত একটি এ্যাম্বুলেন্স রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ রুয়েট মেডিকেল সেন্টারে সংযুক্তের জন্য উদ্বোধন করেন।

সর্বশেষ - রাজশাহীর খবর