‘রাস্তা কারো বাবার নয়’ স্লোগানে নিরাপদ সড়কের দাবিতে অক্ষয়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে রাস্তায় নেমেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। শুধু দাবিতেই নামেননি তাকে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির লাইসেন্স চেক করতে দেখা গেছে।

ঠিক একজন নিষ্ঠাবান ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন তিনি। কখনও সিটবেল্ট না বাঁধার জন্য কাউকে জরিমানা করেছেন। আবার কখনও হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর অপরাধে কলেজছাত্রকে চালান কেটে দিচ্ছেন। আবার কখনও নো এন্ট্রিতে ঢুকে পড়া গাড়ি দাঁড় করিয়ে চালককে একহাত নিয়ে বলছেন- রাস্তা কি আপনার বাবার?

সম্প্রতি ভারতের মহাসড়কে এভাবেই ‘সড়ক সুরক্ষা জীবন সুরক্ষা’ নামে একটি প্রচারে কাজ করছেন এ বলিউড খিলাড়ি যেখানে তার স্লোগান হল- রাস্তা কারও বাপের নয়।

শুধু নিজেই নয় সড়ক নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতেও উল্লেখযোগ্য কাজ করে যাচ্ছেন অক্ষয় কুমার।

এদিকে শুটিংয়ে যাওয়ার সময় বলিউড ভাইজানখ্যাত সালমান খানের ভগ্নিপতি আয়ুষ শর্মা হেলমেট ছাড়া বাইক চালানোর ভিডিও প্রকাশ্যে আসার পর এ নিয়ে ভারতে শুরু হয় ব্যাপক সমালোচনা।

সামাজিকমাধ্যমে ভারতীয়রা বলিউডের রুপালি পর্দায় নবাগত আয়ুষ শর্মাকে অক্ষয় কুমারের সড়ক নিরাপত্তা প্রচারের স্লোগান ‘রাস্তা কারও বাপের নয়’ বলে কটাক্ষ করছেন।