রাসায়নিক হামলার ঝুঁকি, মার্কিন সহায়তায় প্রস্তুত হচ্ছে ইউক্রেন

রাশিয়ার সম্ভাব্য রাসায়নিক হামলা থেকে বাঁচার প্রস্তুতির জন্য ইউক্রেনে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের মধ্যেই রাসায়নিক কিংবা জৈব অস্ত্রের ব্যবহারের আশঙ্কা থেকে কিয়েভের অনুরোধের ভিত্তিতেই ওয়াশিংটন এসব সরঞ্জাম পাঠাচ্ছে।

জো বাইডেনের জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র পলিটিকোকে নিশ্চিত করেছেন, ইউক্রেনে জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।

বিবিসি বলেছে, পিপিই’র সঙ্গে গ্যাস মাস্ক, হাজমত স্যুট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।

তবে ঠিক কত সংখ্যক পিপিই ও অন্যান্য সামগ্রী পাঠানো হচ্ছে, বিষয়টি পরিষ্কারভাবে জানা যায়নি।

রাশিয়া এবং পশ্চিমারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র এবং জৈব-অস্ত্র মোতায়েন করা হতে পারে বলে পাল্টা অভিযোগ করেছে।

মার্কিন কর্মকর্তারা এর আগে অভিযোগ করেছেন, রাশিয়া যখন কোথাও রাসায়নিক কিংবা জৈব অস্ত্রের ব্যবহার করে, তার আগে এ ধরনের মিথ্যা অভিযোগ তোলে।

 

সূত্রঃ কালের কণ্ঠ