মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাশিয়ার বিরোধী নেতা নাভালনি কারাগার থেকে নিখোঁজ

Paris
ডিসেম্বর ১২, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :

তাকে মস্কোর ১৫০ মাইল পূর্বে একটি কারাগারে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছিল। খবর সিএনএনের।

গেল আগস্টে ১৯ বছরের কারাদণ্ড হয় নাভালনির। উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে তার এ কারাদণ্ড হয়। এরই মধ্যে তিনি প্রতারণা ও অন্যান্য অভিযোগের দায়ে সাড়ে ১১ বছর কারাভোগ করেছেন। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

নাভালনির সমর্থকদের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা বন্ধ করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাভালনিকে গ্রেপ্তার ও কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

বিরোধী এ নেতার মুখপাত্র কিরা ইয়ারমিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আইনজীবীরা দুটি পেনাল কলোনিতে ঢুকতে বেশ কয়েকবার চেষ্টা করেছেন। নাভালনি গুরুতর অসুস্থ।

তিনি বলেন, আইনজীবীরা জানতে পেরেছেন ৪৭ বছর বয়সী নাভালনি আইকে-৬ বা আইকে-৭ কোনো পেনাল কলোনিতেই নেই।

নাভালনি গত ছয় দিন ধরে নিখোঁজ বলে উল্লেখ করে কিরা বলেন, শুক্রবার ও সোমবার কোনো পেনাল কলোনিই তাদের আবেদনে সাড়া দেয়নি।

রুশ প্রেসিডেন্ট পুতিনের এ সমালোচক ২০২১ সালের জানুয়ারিতে দেশে ফিরলে গ্রেপ্তারের পরের মাসে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক