রাবি শিক্ষককে মারধরের ঘটনায় আপোস !

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটিএম এনামুল জহিরের মধ্যে আপোস হয়েছে।

মঙ্গলবার রাতে রাজশাহীর সার্কিট হাউসে অনুষ্ঠিত এক সভায় একে অপরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

সভায় বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মাহাবুবর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান উপস্থিত ছিলেন।

তবে উপস্থিত ছিলেন না শিক্ষক এটিএম এনামুল জহির। তার পক্ষে রাবির উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান ও উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা উপস্থিত ছিলেন।

সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও উপস্থিত ছিলেন।

তিনি জানান, প্রায় দুই ঘণ্টা ধরে সভায় আলোচনা চলে। পরে উভয়পক্ষের মধ্যে সমঝোতার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ মার্চ দুইপক্ষের মামলার শুনানির দিন তারা নিজেদের মামলা প্রত্যাহার করে নেবেন।

স/শ