রাবি ছাত্র লিপু হত্যা মামলায় রুমমেট চার দিনের রিমান্ডে

নিজম্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যা মামলায় তার রুমমেট মনিরুল ইসলাম চার দিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজশাহী  মুখ্য মহানগর হাকিম আদালত-১ এ রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক মকসেদা আজগর এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহন জানান, বুধবার দুপুরে মনিরুল ইসলামকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আবেদনের শুনানী শেষে বিচারক চারদিন রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে আদালত থেকে থানা হেফাজতে নেয়া হয় বলে জানান তিনি।

14690900_1121231487931292_7900594452218209882_n

অশোক চৌহান বলেন, গত ২০ অক্টোবর রাবির নবাব আব্দুল লতিফ হলের ডায়নিংয়ের পাশের ড্রেন থেকে মোতালেব হোসেন লিপুর লাশ উদ্ধার করা হয়।

 

ওই দিন জিজ্ঞাসাবাদের জন্য লিপুর রুমমেট মনিরুল ইসলামকে থানা হেফাজতে নেয়া হয়েছিল। তার কথায় অসংলগ্ন থাকায় ২৩ অক্টোবর মনিরুলকে লিপু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

স/আর