রানা হত্যার দায়ে ৪ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর ডেমরায় যুবক রানা হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- মাসুদ, আলামিন ওরফে আলম, শফিকুল ইসলাম ওরফে রবিন ও জাহাঙ্গীর হোসেন। তারা চারজনই পলাতক রয়েছেন।

বাবলা ও মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার চাঞ্চল্যকর রানা হত্যা মামলার এ রায় ঘোষণা করেন।

২০০৯ সালের ১০ জানুয়ারি ডেমরা থানার শূন্যচেংড়া গ্রামের আব্দুল আলীমের ফাঁকা জমিতে রানার মরদেহ পাওয়া যায়। ওই ঘটনায় ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম হত্যা মামলাটি দায়ের করেন।

বাংলানিউজ