রাণীনগরে মসজিদে মসজিদে ছাত্রলীগের সুরক্ষা উপকরণ বিতরণ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় করোনা ভাইরাস রোধে মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় মসজিদে মসজিদে বিভিন্ন উপকরণ বিতরণ করেছে রাণীনগর উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে থেকে উপজেলার বিভিন্ন মসজিদে উপকরণ বিতরণ করা হয়।
রাণীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান জানান, সম্প্রতি সারাদেশে মসজিদে কয়েকটি শর্তে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার অনুমতি দিয়েছে সরকার। সেই লক্ষ্যে মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় এবং করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি ইসরাফিল আলম এর পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার, ব্লিচিং পাউডার, সাবান এবং মাস্ক সহ বিভিন্ন উপকরণ মসজিদে মসজিদে পৌঁছে দেয় রাণীনগর উপজেলা ছাত্রলীগ ও অন্যান্য নেতাকর্মীরা। আগামী দু-একদিনের মধ্যেই উপজেলার প্রতিটি মসজিদে মসজিদে এসব উপকরণ পৌঁছে দেয়া হবে।
হাসানুজ্জামান হাসান আরো জানান, অতিরিক্ত প্রয়োাজন ছাড়া ঘর থেকে বের না হতে এবং বের হলেও জনসমাগম এড়িয়ে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলাচল করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন এমপি ইসরাফিল আলম।
আরো পড়ুন ..