মধ্যরাতে নগরীতে ঘুরে ঘুরে সেহরি বিতরণ করলেন ছাত্রলীগ নেতা সিয়াম

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশে লকডাউন চলছে। যার ফলে এইবারের রমজান প্রতিবারের চেয়ে অনেক আলাদা। বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য নিত্যদিনের খাবার যোগাড় করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে।

আর সেইসব শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মধ্যরাতে রাজশাহী নগরীর বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে সেহরি বিতরণ করছেনে রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।

সোমবার ভোর রাতে নগরীর আলুপট্টি, স্টেশন, রেলগেট, নিউমার্কেট, জিরো পয়েন্টসহ বিভিন্ন এলাকায় আড়াই শতাধিক মানুষের মধ্যে এই সেহেরি বিতরণ করেন তিনি।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, কলেজ ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক সার্জিল আরিফ রক্তিম, কর্মী মুনেম, হাসিব, সান খান প্রমুখ।

এ বিষয়ে নূর মোহাম্মদ সিয়াম বলেন, ‘দেশে চলমান করোনা পরিস্থিতিতে অনেক মানুষকর্মহীন হয়ে পড়েছে। তাদের পাশে দাড়াতে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আহ্বানে নির্দেশে অসহায় দুস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে ছাত্রলীগ।

এরই ধারাবাহিকতায় আজ নগরের বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত ও অসহায়দের মাঝে সেহরি বিতরণ করেছেন। আগামীতেও পাশে থাকবেন বলেও জানান তিনি।’

আরো পড়ুন …

রাজশাহী বিভাগে একদিনে বাড়লো ২৬ করোনা রোগী, মোট আক্রান্ত ২৪৯