নওগাঁর রাণীনগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উন্নয়নে অধিক ফলনের লক্ষ্যে নতুন ফসল বিন্যাস সরিষা, বোরো, রোপা, আমনসহ কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ বিষয়ে প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদরের খট্টেশ্বর রাণীনগর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দিবস অনুষ্ঠিত হয়। এসময়  রানীনগর এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা আমির আলী, এগ্রি সোর্স কোম্পানি লি: এর টেরিটরি মার্কেটিং অফিসার আব্দুস সাত্তার প্রমুখ। এ সময় বক্তারা কৃষকদের নতুন জাতের অধিক উৎপাদনশীল ধান, সরিষা, গম, ডাল চাষ করতে উদ্বুদ্ধ ও পরামর্শ প্রদান করেন।

জি/আর