রুয়েটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এ আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল)-এর উদ্যোগে  নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ৬ষ্ঠ ব্যাচের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ৈছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় আইকিউএসি কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মশালা। বুধবার বিকালে রুয়েটের জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার আ.ফ.ম মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল গোফফার খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এই প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের নতুন নিয়োগপ্রাপ্ত ৩৩ জন শিক্ষক স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেন।

এএইচ/এস