রাণীনগরে আশ্রয়ন প্রকল্পের বসতবাড়িতে সবজীর বীজ বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

মুজিববর্ষ উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় আশ্রয়ন প্রকল্পের ১২৩টি বসতবাড়িতে বিভিন্ন ধরনের সবজীর বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পালং শাক, কলমি শাক, ঢেঁড়স, শিম ও মিষ্টি কুমড়া সহ ৫ ধরনের সবজীর বীজ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার বিকেলে ডাকাহার চৌধুরীপুকুর আশ্রয়ন প্রকল্পে বীজ বিতরণের অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর। অনুষ্ঠানে সভাপতিত্ব রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু প্রমুখ।

স/জে