রাজশাহী মহানগর আ’লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, মহানগর আওয়ামী লীগ সভাপতি, সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে আজ মঙ্গলবার রাজশাহী কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনীসহ প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে উঠে গেছে। দেশের সার্বিকক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশে যেভাবে উন্নয়ন হচ্ছে, তাতে আগামী ২০৪১ সালের আগেই আমরা ধনী দেশে পরিণত হবো।

জানা গেছে, আজ রাজশাহী কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, মহানগর আওয়ামী লীগ সভাপতি, সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে পাঁচ সহস্রাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিকেল ৫টার পর থেকে দলে দলে নেতাকর্মীরা এসে রাজশাহী কলেজ মাঠে জমায়েত হয়। দোয়া ও ইফতার মাহফিলে বিপুল সংখ্যক নারী অংশ নেন। বিপুল সংখ্যক নারীদের মাঝে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে ছিলেন, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ পন্ডিত অমরেশ রায় চৌধুরী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মোহম্মদ আলী কামাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, নাইমুল হুদা রানা, রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, এ্যাড. আসলাম সরকার, মহানগর জাসদ (ইনু) এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহি হিল মাসুদ শিবলি, মহানগর জাসদ এর একাংশের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হিটলার, সাম্যবাদী দল মহানগরের সাধারণ সম্পাদক কমরেড মাসুদ রানা, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সদরুল ইসলামসহ মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

স/অ