রাজশাহী বোর্ডের জেএসসির বৃত্তির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে।

আজ শনিবার (১৮ মে) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ আনারুল হক প্রামানিক বিষয়টি নিশ্চিত করেছেন। এই বৃত্তির মেয়াদ আগামী দুই বছর (২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)।

রাজশাহী বোর্ডের অধিনে ৭ হাজার ৪৩২জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ‘মেধাবৃত্তি’ ৩ হাজার ২১৪ জন। আর সাধারণ ৪ হাজার ২২১জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষায় পাসের হার ছিলো ৯৪ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৩ হাজার ২২১ জন।

আর পাসের হারের দিক থেকে রাজশাহী শিক্ষা বোর্ডে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ৯৪ দশমিক ০৫ শতাংশ ছাত্র ও ৯৫ দশমিক ০৬ শতাংশ ছাত্রী পাস করেছে জেএসসি পরীক্ষায়।

 

স/আ