রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ৩৯

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৩৯ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৬ জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ৪ জন, পুঠিয়া থানা ৯ জন, দূর্গাপুর থানা ৭ জন, চারঘাট মডেল থানা ৮ জন, বাঘা থানা ২ জনকে আটক করে। যার মধ্যে ২৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৮ জনকে মাদকদ্রব্যসহ ২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়।

আরও জানানো হয়, মোহনপুর থানা পুলিশ ছবিল মন্ডল (৩৩) কে ৫৩ পিচ ইয়াবাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ জহুরুল ইসলাম ওরফে ঝন্টু (২৯) এবং আতাউর রহমান (৩৫) কে ১৫ পিচ ইয়াবাসহ আটক করে। দূর্গাপুর থানা পুলিশ হাবিবুর রহমান (২৮), শাকিল (১৯), মাহাবুর (৩২) ও শহিদ (১৮) কে চোলাইমদ সেবন এবং মান্নান (৪২) কে ১৫ গ্রাম গাঁজাসহ আটক করে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়।

স/স