মঙ্গলবার , ১৮ সেপ্টেম্বর ২০১৮ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভুলু আর নেই

Paris
সেপ্টেম্বর ১৮, ২০১৮ ৫:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব জামান ভুলু ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য ও প্রবীন নেতা। তিনি রাজশাহী মহানগর আ’লীগের সাবেক সভাপতি ও জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। 

জানা গেছে, মাহবুব জামান ভুলু মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ইউএস বাংলার একটি বিমানে উঠেন। এরপর বিকেল ৪টার দিকে বিমানটি রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করার পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মরদেহ রামেক এর ৩২ নম্বর ওয়ার্ডে থেকে নগরীর পাওয়ার হাউজের পাশের বাড়িতে নেয়া হয়েছে বলেও জানা গেছে। 

আরএমপির এয়ারপোর্ট থানার ওসি রাজিবুল ইসলাম বলেন, ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে রাজশাহী বিমানবন্দরে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রামেক হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

স/অ

 

সর্বশেষ - রাজশাহীর খবর