রাজশাহীর ৮১ জনসহ রামেক ল্যাবে একদিনে ১০০ করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর ৮১ জনসহ রামেক ল্যাবে একদিনে ১০০ করোনা শনাক্ত হয়েছে। বাকি ১৯ জনের বাড়ি পাবনায়। আজ বৃহস্পতিবার রামেক ল্যাবে মোট ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে অর্ধেকেরও বেশি মানুষের শরীরে করোনার ভাইরাস পাওয়া গেছে। যার বেশিরভাগই রাজশাহী নগরীর বাসিন্দা। এর বাইরে কিছু রয়েছে রাজশাহীর বিভিন্ন উপজেলা এবং পাবনার বাসিন্দা।

রাজশাহীর আক্রান্তদের মধ্যে সিভিল সার্জন অফিসের স্টাফ রয়েছেন ৫ জন। এছাড়াও চিকিৎসক, র‌্যাব  সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন আক্রান্ত ৮১ জনের মধ্যে। রাজশাহীর আজ মোট ১৪১ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৮১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। এছাড়া পাবনার ৩৭ জনের মধ্যে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে এ নিয়ে রাজশাহীতে মোট আক্রান্ত রোগী দাঁড়ালো ২৫১০ জন। তবে রামেক হাসপাতাল ল্যাবের রিপোর্ট পাওয়া গেলে এ সংখ্যা আরও বাড়বে।

এর আগে আজ সকাল পর্যন্ত রাজশাহীতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ২৪২৯ জন। এর মধ্যে হোম আইসোলেশনে ছিলো ১ হাজার ৬১৮ জন। আর প্রতিষ্ঠানিন আইসোলেশনে ২৯ জন। এছাড়া মোট সুস্থ্য হয়েছেন ৭৬৩ জন। এর মধ্যে মৃত্যু বরণ করেছেন ৯ জন। চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৬৩৭ জন।

দেখুন রামেক ল্যাবে আক্রান্তদের তালিকা: CORONA REPORT RMC (4)

স/আর