কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির কচ্ছপ

পর্যটন নগরী কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে একটি বিরল প্রজাতির কচ্ছপ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকের সৈকতে স্থানীয় লোকজনের নজরে আসে কচ্ছপটি। ডান পায়ে ক্ষত নিয়ে আসা কচ্ছপটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমাচ্ছে সৈকতে।

জেলে মোঃ বেলাল বলেন, কচ্ছপটি জেলেদের জালে আটকা পড়ে এবং এক পর্যায়ে জাল ছিঁড়ে মুক্ত হয়ে পায়ে ব্যাথা পাওয়ায় অসুস্থ হয়ে তীরে চলে আসে। কচ্ছপটির ওজন আনুমানিক ২০ কেজি।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহামুদ হোসেন মোল্লা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত তিনি সৈকতে গেছেন। কচ্ছপটির ডান পায়ে ক্ষত রয়েছে এবং অসুস্থ কচ্ছপটি এখন নড়াচড়া করতে পারছে না। তিনি বিষয়টি বন বিভাগে অবহিত করেছেন।

সূত্র নয়া দিগন্ত