রাজশাহীর লবণ সরবরাহকারীরা মূল্য বৃদ্ধি করেনি-শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক:

আসুন আমরা নিজেরা নিজেদের এলাকার দায়িত্ব নেই। আমি রাজশাহীতে সরবরাহকারী সকল লবণ কোম্পানির সাথে আলাপ করেছি। তারা কেউই মূল্য বৃদ্ধি করেনি। আমরা গুজবে কান দিয়ে শুধু শুধু বেশী করে ক্রয় করে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করি। আজ রাতের মধ্যেই এই গুজব সৃষ্ট সমস্যার সমাধান করতে হবে সকলের স্বার্থে। 

এদিকে মঙ্গলবার দিনভর রাজশাহীর বাজারে লবণ নিয়ে হৈ চৈ পড়ে যায়। লবণ সঙ্কটের কারণে দাম বৃদ্ধি পাচ্ছে গুজবে কান দিয়ে ক্রেতারা ‍ছুটতে থাকেন দোকানে। কোনো কোনো দোকানে লবণের জন্য হুলস্থুল পড়ে যায়।

পরে সন্ধ্যার দিকে ভ্রাম্যমান আদালত অভিযানে নামে। গ্রেপ্তার করা হয় দু’জনকে। এছাড়াও উপজেলা পর্যায়েও অভিযানে নামে প্রশাসন। একটি চক্র এই লবণ নিয়ে কারসাজি করতে গুজব ছড়িয়ে দেয় বলে ধারণা করছে প্রশাসন।

স/আর