বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০১৬ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাবিসাসের বিবৃতি

Paris
আগস্ট ১১, ২০১৬ ৩:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
সংবাদ প্রকাশের জেরে রাজশাহী থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটি নিউজ ডটকমের সম্পাদক রফিকুল ইসলাম এবং খবর২৪ঘন্টার চেয়ারম্যান নজরুল ইসলাম জুলুর বিরুদ্ধে হয়রানিমূলক মানহানি মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।

বৃহস্পতিবার বিকেলে রাবিসাসের সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এ প্রতিবাদ জানান।

রাবিসাস নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের জেরে সিল্কসিটি নিউজের সম্পাদক রফিকুল ইসলাম ও খবর২৪ঘন্টার চেয়ারম্যান নজরুল ইসলাম জুলুর বিরুদ্ধে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব চৌধুরীর সহযোগী মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্মসাধারণ সম্পাদক মো. গাজী হয়রানিমূলক মানহানি মামলা দায়ের করেছেন। হয়রানির উদ্দেশ্যে মামলা দায়েরের এ ঘটনা অত্যন্ত দুঃখজনক।

এর আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নিয়ে বিষোদগার করেছেন শ্রমিক নেতা মাহতাব চৌধুরী। সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি ও কণ্ঠরোধের জন্য এ ধরনের কর্মকা- স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরুপ।

সত্য প্রকাশের জেরে মামলা দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। আমরা অবিলম্বে হয়রানিমূলক এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

স/মি

সর্বশেষ - রাজশাহীর খবর