শনিবার , ২১ জুলাই ২০১৮ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে ২১তম জাতীয় ব্যুত্থান প্রশিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

Paris
জুলাই ২১, ২০১৮ ৮:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ২১তম জাতীয় ব্যুত্থান প্রশিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ ব্যুত্থান এসোসিয়েশনের আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যুত্থান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যুত্থান মার্শাল আর্ট এর জনক আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার ড. এমএকে ইউরী বজ্রমুনি’র (ডিসকভারি চ্যানেল নির্বাচিত সুপার হিউম্যান) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী।

ব্যুত্থান মার্শাল আর্ট এর সিনিয়র প্রশিক্ষক সোহেল মাহবুব এর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন, ব্যুত্থান মার্শাল আর্ট এর রাজশাহী বিভাগীয় প্রধান প্রশিক্ষক একে এম কালাম লিটন।

উপস্থিত ছিলেন ব্যুত্থান এসোসিয়েশনের এজিএস হাসান মেজর, সাতক্ষীরা শাখার প্রধান প্রশিক্ষক কাজী রুহুল ইসলাম ঝুনু, কলারোয়া শাখার প্রধান প্রশিক্ষক কাজী শাহীন, প্রশিক্ষক রিপন, রাজশাহী কলেজ শাখার প্রধান প্রশিক্ষক খন্দকার সলমন জুবায়েত গ্রীন, প্রশিক্ষক আ. হামিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রধান প্রশিক্ষক মিজানুর রহমান মিজান, বুধপাড়া ও খড়খড়ী শাখার প্রধান প্রশিক্ষক হারুনুর রশীদ, প্রশিক্ষক ইসরাফিল, মুশফিক প্রমুখ।

দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রশিক্ষকরা অংশগ্রহণ করেন। সম্মেলনে ব্যুত্থান ও বজ্রপ্রাণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ব্যুত্থান প্রতিযোগিতার আইনকানুন সম্পর্কে সেশন পরিচালনা করা হয়। সেশন পরিচালনা করেন ব্যুত্থান মার্শাল আর্টের প্রতিষ্ঠাতা ও ১০ ডিগ্রি ব্ল্যাক বেল্ট সুপার হিউম্যান ড. ইউরী বজ্রমুনি।

বক্তারা উল্লেখ করেন, ব্যুত্থান হচ্ছে বাংলাদেশি মার্শাল আর্ট সিস্টেম। যা ভারতীয় উপমহাদেশের নিজস্ব আত্মরক্ষার কৌশল। হারিয়ে যেতে বসা গৌরবময় সেই ইতিহাসকে পুনরোজ্জীবিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ব্যুত্থান অ্যাসোসিয়েশন। ২০১৩ সালে প্রয়াত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী (বীরপ্রতীক) এর নেতৃেত্ব বাংলাদেশ ব্যুত্থান এসোসিয়েশন জাতীয় ক্রীড়া পরিষদের তালিকাভুক্ত হয়। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ব্যুত্থান মার্শাল আর্ট বিভিন্ন বাহিনীর নিরাপত্তা কৌশলের পাশাপাশি ক্রীড়া হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

সা/অ

সর্বশেষ - খেলা