রাজশাহীতে ১৮ মাদকসেবীর জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নগরীর পদ্মাপাড় হোসনেগঞ্জ এলাকায় র‌্যাবের মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত ১৮ জনকে জেল জরিমানা প্রদান করেছে।আজ বৃহস্পতিবার র‌্যাব-৫ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৫ জানায়, বুধবার দুপুরে হোসনেগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ১৮ জন মাদকসেবিকে জেল-জরিমানা প্রদান করা হয়।

এসময় আটককৃতদের থেকে ১১২ গ্রাম গাঁজা, চারটি কলকী, তিনটি ম্যাচ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সাত জনের প্রত্যেককে এক বছর করে, আট জনের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এসময় আরো তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামীদের আইনানুগভাবে রাজশাহী জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। অভিযানে ছিলেন, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ,জেলা প্রশাসকের কার্যালয়।

স/শা