সবুজ সঙ্কেত মিললেই কাস্মিরে এনএসজির স্পেশাল কমান্ডোদের হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যেভাবেই হোক উপত্যকায় শান্তি ফেরাতে চায় মোদী সরকার। আর তা করতে ইতিমধ্যে পিডিপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে বিজেপি। আর সেই সম্পর্ক ছিন্ন করতে অপারেশন অলআউট শুরু করেছে সেনাবাহিনী। অভিযান আরও জোরদার করতে ঘুটি সাজাচ্ছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, ইতিমধ্যে উপত্যকায় পাঠানো হয়েছে এনএসজির স্পেশাল কমান্ডোদের।

শুধু তাই নয়, উপত্যকায় পৌঁছে গিয়েছে স্নাইপাররাও। শুধু অপেক্ষা এখন সবুজ সঙ্কেত পাওয়ার। সঙ্কেত মিললেই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান আরও মারাত্মক হতে চলেছে।

– Advertisement –

জানা গিয়েছে, অশান্ত কাশ্মীরকে ঠান্ডা করতে প্রায় শতাধিক এনএসজি কমান্ডোকে পাঠানো হয়েছে। উপত্যকাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএসএফ স্টেশনগুলিতে পজিশনে রয়েছে তারা। শুধু তাই নয়, প্রস্তুত রাখা হয়েছে স্নাইপারদেরও।