‘রাজশাহীতে হবে সিলিকন সিটি’ কর্ম সংস্থান হবে ১৪ হাজার তরুণ- তরুণীর

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা নগরী রাজশাহীতে ৩১ একর জায়গায় ২৩৮ কোটি টাকা ব্যায়ে স্থাপন হবে সিলিকন সিটি। যেখানে ১৪ হাজার তরুণ- তরুণীর প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান তৈরি হবে।

 

২০১৮ সালের মধ্যে ২৬০০ ইউনিয়ন ডিজিটাল সেন্টার কে ফাইবার অপটিক ব্রড ব্যান্ড নেটওয়ার্ক এর আওতায় আনার জন্য ১হাজার ৯‘শ ৯৯ কোটি টাকা ব্যায়ে ইনফো-৩ এই প্রকল্প দুটি আজ একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন।

15665729_1324752480896639_8426951620147052340_n

দুপুরে রাজধানী শের-ই-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত হয়।

 

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন উন্নয়ন কাজের জন্য ৩৬৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয়েছে।

15589491_1324752417563312_2583498678811418922_n

এ উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে ১০ তলা বিশিষ্ট দুটি আবাসিক হল, শিক্ষকদের জন্য ১০ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নির্মাণ।

 

রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন জানান, বৃহস্পতিবার একনেকের সভায় আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পটি অনুমোদন হয়েছে। আগামী চার বছরের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

 

রাবি উপাচার্য জানান, উন্নয়ন প্রকল্পের মধ্যে আরও রয়েছে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন সংস্কার, শেখ রাসেল মডেল স্কুলের ভবন নির্মাণ। এছাড়া সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, চতুর্থ বিজ্ঞান ভবন ও কৃষি অনুষদ ভবন নির্মাণকাজ সম্পন্ন করা হবে। বিভিন্ন জরাজীর্ণ ভবন সংস্কার ও পুরো বিশ্ববিদ্যালয়ের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে এই প্রকল্পের আওতায়।

 

এসব প্রকল্প অনুমোদন দেওয়ার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক গনমাধ্যম ফেসবুকে রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্টেটাস দিয়েছেন।

তা সিল্কসিটিনিউজের পাঠকের জন্য হুবহু তুলে ধরা হল।

untitled-1-copy

‘রাজশাহীবাসীর তরফ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ।’

স/অ