রাজশাহীতে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে পবা উপজেলার হরিয়ান বাইপাস মোড় থেকে সুগার মিল ফার্ম পর্যন্ত দীর্ঘ ১কি.মি রাস্তায় বৃক্ষ রোপাণ করা হয়।

বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক শ্যাম কিশোর রায়( যুগ্ম সচিব),এ সময় তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল রশিদ, তত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হোদা, তত্বাবধায়ক প্রকৌশল নাজিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের উদ্ধতন কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিএমডিএ রিজিয়ন দপ্তরের নির্বাহী প্রকৌশলী শরীফুল হক। মুজিব শতবর্ষ উপলক্ষে বিভিন্ন প্রজাতির আমের চারা যেমন : ল্যাংড়া, ফজলি, গোপাল ভোগ, ক্ষিরসাপাত, আমরুপালি ইত্যাদি প্রজাতির ১০০গাছের চারা রোপণ করেন।