রাজশাহীতে নামাজ আদায়ের কথা বলে বাড়িতে ঢুকে অজ্ঞান করে মূ্ল্যবান জিনিসপত্র লুট

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নামাজ আদায়ের কথা বলে তিন নারী এক বাড়িতে ঢুকে লোকজনকে অজ্ঞান করে মূ্ল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। গতকাল সোমবার দুপুরে নগরীর শিরোইল কলোনি ১ নম্বর গলি স্কুলের দক্ষিনে এ ঘটনা ঘটে।

পরে সিসিটিভি ফুটেজে ওই তিন নারীকে একটি রিকশাতে করে পালিয়ে যেতে দেখা যায়। তাদের একজনের কোলে একটি শিশু সন্তানও ছিলো।

এ ঘটনায় প্রতারণার শিকার ওই পরিবারের পক্ষে নগরীর চন্দ্রিমা থানায় জিডি করা হয়েছে। গৃহবধু আনসুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, সিটি সিসিটিভি ফুটেজ দেখে জোড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গৃহবধূ আনসূরা জানান, জোহরের নামাজ আদায় করার কথা বলে গতকাল সোমবার দুপুরে তার বাড়িতে এক শিশুকে সঙ্গে নিয়ে তিন মহিলা প্রবেশ করে। এরপর আনসুরাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে স্বর্নের গহনাসহ বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়  তিন মহিলা।

পরে জ্ঞান ফিরে তিনি বিষয়টি টের পান। এরপর তিনি বিষয়টি নগরীচন্দ্রমা থানায় জানান।

স/আর