রাজশাহীতে নকল প্রসাধনীর কারখানায় অভিযানে গ্রেফতার প্রস্তুতকারক (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে নকল প্রসাধনীর কারখানায় অভিযান চালিয়ে প্রস্তুতকারককে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়ার কয়ড়াসরাতলার আওয়াল আলী খন্দকারের ছেলে সওকাত আলী (৩৮)। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন- নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।



পুলিশ জানায়- গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সাগরপাড়ার কাচাবাজার এলাকায় ২৮৮ নম্বর বাড়িতে অভিযান চালায় ডিবি। এসময় হাবিব মঞ্জিল নামের বাড়ির নিচতলা থেকে নকল প্রসাধনী ও তৈরির মালামাল উদ্ধার করা হয়।

ভিডিওটি দেখুন:  রাজশাহীতে নকল প্রসাধনীর কারখানায় অভিযানে গ্রেফতার প্রস্তুতকারক (ভিডিও)

পুলিশ জানায়- গ্রেফতারকৃত সওকাত আলী ওই বাড়ির ভাড়াটিয়া। সওকাত আলীর ঘরে বিভিন্ন প্রকার দেশী-বিদেশী কোম্পানীর মোড়ক যুক্ত নকল প্রসাধীন মজুদ করে রাখেন। এছাড়া তিনি বিক্রিও করেন। এছাড়া রাজশাহী নগর ও নগরের বাইরের বিভিন্ন বিউটি পার্লর, জেন্টস পার্লার, সেলুন ও কসমেটিক্স এর দোকানে সরবারহ করে থাকে এই নকল প্রসাধনীগুলো।

অভিযানকালে ওই বাড়ি থেকে বিভিন্ন নকল প্রসাধনীগুলো জব্দ করে পুলিশ। জব্দকৃত মালামালের বাজার মূল্য চার লাখ ৫১ হাজার ৪৫০ টাকা বলে পুলিশ জানায়।

স/আ