রাজশাহীতে ‘জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী’ পালিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী’ পালিত হয়েছে। বুধবার রাজশাহী মহানগর শ্রমিক লীগের এসব কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচীর মধ্যে সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১টায় জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান-এঁর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, বিকাল সাড়ে ৪টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়। বিকাল ৫টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ র‌্যালীর পূর্বে দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৫ টায় দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় রাজশাহী মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন সহ-সভাপতি এস.এম আব্দুল হান্নান, আব্দুস সালাম, আসাদুজ্জামান মন্টু, যুগ্ম সম্পাদক মুজাহার আলী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, কাবাতুল্লাহ, তৌফিক এলাহী, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক আফজার হোসেন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য শরিফুল ইসলাম সাগর প্রমূখ।

জি/আর