রাজশাহীতে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনাথ শিশুদের নিয়ে ভিন্ন আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী নগরীর দামকুড়া এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনাথ শিশুদের নিয়ে ভিন্ন আয়োজন করা হয়। এ উপলক্ষে আজ রবিবার সকাল থেকে দামকুড়ার আদিবাসী অ্যাডুকেশন অ্যান্ড স্যোসিও কালচারাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অনাথ শিশুদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন দামকুড়া থানার ওসি মাহবুব আলম, কালের কণ্ঠের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, আদিবাসী অ্যাডুকেশন অ্যান্ড স্যোসিও কালচারাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড রিচার্ড মুর্মু, পরিচালক রবার্ট রিচার্ড মুর্মু, রেবেকা টুডু, এটি অনু হাসদা, সৌমিক ডুমরী, ভেলেন্ডিনা মার্ডি, কালের কণ্ঠের স্টাফ ফটোসাংবাদিক সালাহউদ্দিন, কালের কণ্ঠের পাঠক সংগঠন  শুভ সংঘ রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিবন আলী, সদস্য আশিকুর রহমান, হারুন অর রশিদ, জেসমিন আরা ফেরদৌস,মুত্তাকিন আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় ১০০ অনাথ শিশুদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়। পরে শিশুরা মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠানে অংশ নেয়।

স/আর