রাজশাহীতে এপ্রিল মাস থেকে মেস ভাড়ার ৬০ ভাগ পরিশোধ করতে হবে-ডিসি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে এপ্রিল মাস থেকে মেস ভাড়ার ৬০% পরিশোধ করতে হবে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসক। মেস মালিকরাও ৬০ ভাগা ভাড়া নেওয়ার বিষয়টি জেলা প্রশাসনকে নিশ্চিত করেছেন। আজ রবিবার জেলা প্রশাসক হামিদুল হক নিজেই তার ফেসবুকে বিষয়টি তুলে ধরেছেন।

এদিকে রাজশাহীতে মেস ভাড়া নিয়ে বিপাকে পড়া শিক্ষার্থীরা দাবি করে আসছেন করোনা দুর্যোকালীন তাদের ভাড়া যেন মওকুফ করা হয়। এছাড়া ভাড়ার জন্য মেস মালিকদের ফোন করাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে সিল্কসিটিনিউজে কয়েকটি ধারাবাহিক প্রতিবেদনও প্রকাশ হয়। এরপর আজ রবিবার জেলা প্রশাসক নিজেই ঘোষণা দেন ৬০ ভাগ ভাড়া পরিশোধের বিষয়টি। সেই হিসেবে যে শিক্ষার্থীর মেস ভাড়া ছিলো দুই হাজার টাকা, এখন তাকে পরিশোধ করতে হবে ১২০০ টাকা। ফলে ৮০০ টাকা মওকুফ পাবেন শিক্ষার্থীরা। রাজশাহীর মেস মালিকরা এই সিদ্ধান্ত জেলা প্রশাসককে জানিয়েছেন বলে জেলা প্রশাসক হামিদুল হক নিশ্চিত করেছেন।

স/আর

আরও পড়ুন:

রাসিক মেয়র ট্যাক্স মওকুফ করলে মেস ভাড়াও বিবেচনা করবেন বাড়ি মালিকরা

মেস ভাড়া ও ফি নিয়ে হুমকিরমুখে রাজশাহীর লাখো শিক্ষার্থীর পড়া-শোনা