রাজশাহীতে আরও এক রোগীর করােনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে আরও এক রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। ওই রোগীর বাড়ি জেলার মোহনপুরে। রবিবার রাজশাহী ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তার শরীরের করোনা শনাক্ত করা হয়। রবিবার মোট ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের শরীরে করোনা শনাক্ত হয়।

আক্রান্ত রোগীর বাড়ি মোহনপুর উপজেলার
জাহানাবাদ ইউনিয়নের নওনগর গ্রামে।

এদিকে টানা পাঁচ দিন পরে আজ আবারো রাজশাহী জেলায় আবারো করোনা সংক্রমণ দেখা দিল।

এ নিয়ে জেলায় মোট নয় জনের করোনা শনাক্ত হলো। এরমধ্যে মোহনপুরে দুইজন, পুঠিয়ায় পাঁচজন, বাঘা এবং বাগমারা একজন করে করোনা রোগী পাওয়া যায়। মোহনপুরে করোনা আক্রান্ত ওই রোগী পুরুষ।

এর আগে মোহনপুরে একজন নারীর শরীরে করোনা শনাক্ত করা হয়। রাজশাহীতে এ পর্যন্ত করোনা শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে ২ জন নারী এবং ৭ জনই পুরুষ।

অন্যদিকে এই প্রথম রাজশাহীতে করোনা আক্রান্ত হয়ে বাঘার এক বৃদ্ধ মারা যান আজ রবিবার সকালে। ফলে রাজশাহীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আবারও আটজনেই থাকলো। এই রোগীদের বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান রাজশাহী সিভিল সার্জন এনামুল হক।

স/আর