বুধবার , ৫ ডিসেম্বর ২০১৮ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রণবীরের সঙ্গে বিচ্ছেদ ছিল আশির্বাদ: ক্যাটরিনা

Paris
ডিসেম্বর ৫, ২০১৮ ৩:৩০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের প্রেমের তালিকা ছোট নয়। রূপের সৌন্দর্যে মাত করেছেন বলিউডের বাঘা বাঘা নায়ককে।

এই তালিকায় ছিলেন সালমান খান, রণবীর কাপুরসহ নায়করা।এদের সঙ্গে চুটিয়ে প্রেম করে হয় ছুড়ে ফেলেছেন নতুবা প্রেমিকরা তাকে ছেড়ে চলে গেছে।

এতসবের পরও ক্যাটরিনা এখনও অনন্য। তাকে নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি।

সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে জীবনে এতকিছু হয়ে গেলেও এসব বিষয়ে বরাবরই চুপ ছিলেন এই সুদর্শনী।এবার রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদের বিষয়ে মুখ খুললেন।ক্যাটনিরা ভাষ্য, রণবীরের সঙ্গে বিচ্ছেদ ছিল তার জন্য আশির্বাদের মত।

ক্যাটরিনার কথায় উঠে এসেছে সালমান খানের তার প্রেম, রণবীর কাপুরের সঙ্গে তার বিচ্ছেদসহ নানা প্রসঙ্গ।

সম্প্রতি ভগ ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকার দেন ক্যাটরিনা। এতে রণবীরের সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, এটাই ছিল আমার জীবনের প্রথম প্রেম।ওই সময়টায় আমি নিজের প্রতি মনোযোগী ছিলাম।তখন আমার জীবনে আসে রণবীর।দু’জনের সম্পর্ক কিছুদূর গড়ানোর পর হঠাৎ বিচ্ছেদের ঘটনা ঘটে। তখন আমি যেন একটা ঘোরের মধ্যে ছিলাম।

তবে সম্পর্কটা যখন ভেঙেই গেল তখন আমি আশির্বাদের মতোই দেখছি। এখন আমি নিজেকে নতুন করে চিনছি, আমার ভাবনাগুলিকে বুঝতে পারছি।

ক্যাটরিনা বলেন, ধকল কাটিয়ে এখন আমি আমার জীবন নিয়ে নিশ্চিত। এখন আমি পুরো বিষয়টিই ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতি পারি।নিজেকে নিয়ে ভিন্নভাবে ভাবতে পারছি।

ক্যাটরিনার জীবনে আবেগের কোনো দাম নেই জানিয়ে তিনি বলেন, আমি কোনো কিছু নিয়ে আফসোস করায় বিশ্বাসী নই। তাই বিচ্ছেদ নিয়েও আফসোস নেই।

‘আবেগ বিষয়টিই আমার কাছে নিরর্থক। যখন আপনি আমার জীবনে কোনো সিদ্ধান্ত নেবেন, তখন বুঝবেন সেটাই সেরা’-যোগ করেন ক্যাটরিনা।

 

সর্বশেষ - বিনোদন