শনিবার , ৩ অক্টোবর ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যে চার রেকর্ডের ৩টি স্পর্শ করতে পারেননি ধোনি

Paris
অক্টোবর ৩, ২০২০ ৫:১৩ অপরাহ্ণ

টানা তিন পরাজয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

শুক্রবার রাতে সানরাইজার্স হায়দারাবাদের কাছে ৭ রানের ব্যবধানে হেরেছে চেন্নাই।

যদিও ম্যাচটি ঘিরে অন্যরকম আশা ছিল চেন্নাইসমর্থকদের। বিশেষকরে ধোনির পারফরম্যান্সের দিকে তাকিয়ে ছিল তার ভক্তরা।

কারণ ওই ম্যাচে ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকে ৪টি রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন ধোনি।

আর সেসব রেকর্ড পূরণে তেমন একটা ঘাম ঝরাতে হতো না তার।

কিন্তু ধোনির যেমন ম্যাচ হেরেছেন তেমনি চার রেকর্ডের তিনটি অধরাই থেকে গেছে।

রেকর্ডগুলোর একটি হলো – তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ ছক্কার মালিক হওয়া।

দ্বিতীয়টি হলো – মোট ৮টি ছক্কা হাঁকাতে পারলে আইপিএলে ছক্কার রেকর্ডে এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে দুই নম্বরে উঠে আসা।

তৃতীয়টি হলো- ভারতের চতুর্থ এবং সবমিলিয়ে সপ্তম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৪৫০০ রানের মালিক হওয়া।

৪র্থটি হলো – আইপিএল ক্যারিয়ারে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে শততম ক্যাচ পূরণের দাঁড়প্রান্তে ছিলেন ধোনি। এজন্য তার দরকার ছিল আর মাত্র একটি ক্যাচ।

শুক্রবারের ম্যাচে ধোনি অপরাজিত ৩৬ বলে ৪৭ রানে ছিল ৪টি বাউন্ডারি ও ১টি মাত্র ছক্কা। এটি নিয়ে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ধোনির মোট ছক্কা দাঁড়িয়েছে ২৯৯টি। ৩০০ ছক্কা আর হলো না তার।

মাত্র একটি ছক্কা মেরে ধোনি স্পর্শ করতে পারেননি প্রোটিয়া হিটার এবি ডি ভিলিয়ার্সকেও। ভিলিয়ার্স থেকে এখনও ৬টি ছক্কা পেছনে রয়ে গেছেন তিনি।

এছাড়া ক্যাচের সেঞ্চুরিও হয়নি ধোনির। এর জন্য পরবর্তী ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে।

তবে ব্যাট হাতে ৪৭ রানের ইনিংসের আইপিএল ক্যারিয়ারে ৪৫০০ রান পূরণ করেছেন ধোনি। এতে ভারতের চতুর্থ এবং সবমিলিয়ে সপ্তম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৪৫০০ রানের মালিক হলেন তিনি।

এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ক্রিস গেইলকে পেছনে ফেলে দিয়েছেন ধোনি। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় থাকা ক্যারিবীয় জায়ান্ট ১২৫ ম্যাচে ৪৪৮৪ রান করেছেন।

আর শুক্রবারের ৪৭ রানসহ ১৯৪ ম্যাচে ধোনির সংগ্রহ ৪৫২৩ রান।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা