‘যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’: খালেদা জিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট নামে একটি দাতব্য প্রতিষ্ঠানের তহবিল আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এক মামলার রায়ের আগের দিন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন, তাকে রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে।

ঢাকায় বুধবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, তিনি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং কখনই চাপের কাছে মাথা নত করবেন না।

“আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবেনা, আমি মাথা নত করবো না…আমাকে রাজনীতির ময়দান ও নির্বাচন এবং জনগণ থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাতে একদলীয় শাসন কায়েম ও খালি মাঠে গোল দেওয়ার খায়েশ পূরণ হবেনা।”

মামলার রায়ে সুবিচার পাবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খালেদা জিয়া।

“আদালত রায় দেয়ার বহু আগে থেকেই শাসক মহল চিৎকার করে বলে বেড়াচ্ছে আমার জেল হবে। যেন বিচারক নয়, ক্ষমতাসীনরাই রায় ঠিক করে দিচ্ছে।”

তিনি আরো মন্তব্য করেন, “প্রধান বিচারপতিকে চাপের মুখে পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য করার পর কোনও আদালত শাসকদের ইচ্ছার বিরুদ্ধে ন্যায়বিচার ও ইনসাফ কায়েম করতে সাহস পাবে কিনা তা নিয়ে অনেকেরই সন্দেহ আছে।”

তবে তার নেতা-কর্মী সমর্থকদের প্রতি খালেদা জিয়া “শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক” আন্দোলনের পথে থাকার কথা বলেছেন।

“আমরা সংঘাত, হানাহানি, নৈরাজ্য চাইনা। একটা সুষ্ঠু নির্বাচন চাই।”