শুক্রবার , ২৩ আগস্ট ২০১৯ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

Paris
আগস্ট ২৩, ২০১৯ ১১:৩৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন একটি মার্কেটের ছাদ থেকে পড়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে চন্দ্রিমা হাউজিংয়ের ৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাগর (৩০)। তার গ্রামের বাড়ি ভোলা সদরে। থাকতেন মোহাম্মদপুরের সাতমসজিদ এলাকায়।

মোহাম্মদপুর থানার এসআই মোরশেদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মার্কেটের একটি দোকানের বিদ্যুতের কাজ করতে ছাদে উঠেছিলেন সাগর। এ সময় তিনি রশি ছিঁড়ে নিচে পড়ে যান। মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসআই মোরশেদ জানান, নিহতের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সর্বশেষ - জাতীয়