মেলবোর্ন টেস্টে চালকের আসনে ভারত

অ্যাডিলেডে লজ্জার হারের ধাক্কা কাটিয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে জয়ের গন্ধ ভারতীয় শিবিরে। রাহানে-জাদেজার ব্যাটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিনেই চালকের আসনে বসে গিয়েছিল সফরকারী দল। আর তৃতীয়দিনের শেষে বোলারদের দাপটে মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর দোরগোড়ায় ভারতীয় শিবির।

৫ উইকেটে ২৭৭ রান নিয়ে খেলা শুরু করে তৃতীয়দিন মর্নিং সেশনে বাকি ৫ উইকেট হারিয়ে বসে ভারত। স্কোরবোর্ডে যোগ হয় ৪৯ রান। ১১২ রানে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন স্ট্যান্ড-ইন অধিনায়ক আজিঙ্কা রাহানে। অর্ধশতরান পূর্ণ করে ব্যক্তিগত ৫৭ রানে সাজঘরে ফেরেন গতদিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা। ষষ্ঠ উইকেটে রাহানে-জাদেজা জুটিতে ১২১ রান ওঠার পর ভারতকে আর কোনও লম্বা পার্টনারশিপ গড়তে দেয়নি অজি বোলাররা। সবমিলিয়ে দিনের প্রথম সেশনটা অজি বোলাররা নিজেদের নামে করে নিলেও প্রথম ইনিংসে ১৩১ রানের বড় লিড নেয় রাহানের ভারত।

এরপর দ্বিতীয় সেশনটা অজি ব্যাটসম্যান এবং ভারতীয় বোলাররা ভাগ করে নিলেও দিনের অন্তিম সেশন পুরোপুরি ভারতীয় বোলারদের দখলে। চা-বিরতির আগে দিনের দ্বিতীয় সেশনে জো বার্নস এবং মার্নাস ল্যাবুশেনকে হারিয়ে স্কোরবোর্ডে ৬৫ রান তোলে অস্ট্রেলিয়া। বার্নসকে ফিরিয়ে বিপক্ষকে প্রাথমিক ধাক্কাটা দিলেও কাফ মাসলে চোট পেয়ে মাঠ ছাড়েন উমেশ যাদব। উদ্বেগ বাড়ে ভারতীয় শিবিরে। কিন্তু গুটিয়ে না থেকে দিনের অন্তিম সেশনের শুরু থেকেই ফের অজি ব্যাটসম্যানদের চেপে ধরেন বুমরা-সিরাজ-জাদেজারা। ৬৫/২ থেকে একসময় ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস হারের মুখোমুখি হয় ব্যাগি গ্রিনরা।

 

তৃতীয় সেশনের শুরুতে মাত্র ৮ রানে বুমরাহর ডেলিভারিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ব্যাটিং অর্ডারের মধ্যমনি স্টিভ স্মিথ। এরপর ৪০ রানে ক্রিজে থিতু হয়ে যাওয়া ওপেনার ম্যাথু ওয়েডকে জাদেজা ফেরানোর সঙ্গে সঙ্গে ধস নামে অজি শিবিরে। দ্রুত ফিরে যান ট্রেভিস হেড (১৭) এবং অধিনায়ক টিম পেইন (১)। এরপর যদিও দিনের অবশিষ্ট ১৮.২ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন দুই ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন এবং প্যাট কামিন্স। ইনিংস হার বাঁচিয়ে দিনের শেষে এই দুই ব্যাটসম্যানের সৌজন্যে ২ রানে এগিয়ে অজিরা। ক্রিজে ১৭ রানে অপরাজিত রয়েছেন গ্রিন এবং সঙ্গী কামিন্স অপরাজিত ১৫ রানে।

চতুর্থ মর্নিং সেশনে দ্রুত অজিদের বাকি ৪ উইকেট তুলে নেওয়াই লক্ষ্য হবে ভারতীয় বোলারদের। অন্ততপক্ষে প্রথম সেশনের মধ্যে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিতে পারলে সিরিজে সমতা ফেরাতে ভারতীয় ব্যাটসম্যানদের কষ্ট হওয়ার কথা নয়। অর্থা, সবমিলিয়ে অ্যাডিলেড বিপর্যয় কাটিয়ে সিরিজে সমতা ফেরানোর দিকে টিম ইন্ডিয়া।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন