মুশতাকের মোবাইল-সিপিইউ ফেরত চেয়ে স্ত্রীর আবেদন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অবস্থায় মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের জব্দ করা মোবাইল ফোন ও কম্পিউটারের সিপিইউ চেয়ে আবেদন করেছেন স্ত্রী মাছিহা আক্তার।

বুধবার (১০ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে এ আবেদন করেন। মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই আফছার আহমেদকে ১০ দিনের মধ্যে মালিকানা যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

আবেদনে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি মুশতাক আহমেদ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুবরণ করেন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এ মামলার কার্যক্রম চলার সুযোগ নেই। তার মালিকানাধীন জব্দ করা আলামতগুলো প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে না। তাই জব্দ করা আলামত তার স্ত্রীর জিম্মায় দেওয়ার অনুবোধ করা হয়।

মোস্তাক আহমেদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।