কাবা গৃহে প্রবেশের দুর্লভ সুযোগ পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন ও তাঁর স্ত্রী পুয়ানশ্রি নুরেনি আবদুল রহমান। ওমরাহ পালনের পর সস্ত্রীক পবিত্র কাবা গৃহে প্রবেশের দুর্লভ সুযোগ লাভ করেন।

করোনা সংক্রমণরোধে গত বছরের ২৮ ফেব্রুয়ারিতে ওমরাহ স্থগিত হয়। এরপর পর্যায়ক্রমে  গত নভেম্বর থেকে বিদেশিদের ওমরাহ পালন শুরু হয়। গত এক বছর যাবত কোনো রাষ্ট্রীয় অতিথি কাবা গৃহের অভ্যন্তরে প্রবেশের সুযোগ পাননি।

মহিউদ্দিন ইয়াাসিন কাবা গৃহের ভেতরে প্রবেশ করেন নফল নামাজ আদায় করেন। কাবা গৃহ থেকে বের হয়ে তিনি হাজরে আসওয়াদ চুম্বন করেন এবং তাওয়াফ ও ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

উল্লেখ্য, গত ৬ মার্চ সৌদি বাদশাহর বিশেষ আমন্ত্রণে চার দিনের সৌদি সফর শুরু করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। এ সময় ওমরাহ পালন, মসজিদে নববী গমনসহ বিভিন্ন ইস্যুতে সৌদি সরকারের সঙ্গে বৈঠক করেন। তা ছাড়া হজ পালনে আরো ১০ হাজার হাজি অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

 

সুত্রঃ কালের কণ্ঠ