বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মিঠুন-গিবসনের করোনা হয়নি

Paris
সেপ্টেম্বর ১০, ২০২০ ৪:৫৩ অপরাহ্ণ

জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেস বোলিং কোচ ওটিস গিবসনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে গতকাল বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন এই দুজন। গত সোমবার অন্যান্য ১৭ খেলোয়াড়ের সাথে মিঠুনের নমুনা সংগ্রহ করা হয়নি। আর গত মঙ্গলবার ঢাকায় পৌঁছান গিবসন।

আজ ১০ সেপ্টেম্বর  বৃহস্পতিবার মিঠুন ও গিবসনের করোনা ফলাফল নেগেটিভ আসে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কায় পৌঁছে সেখানে মূল অনুশীলন পর্ব শুরু করবে।

গত সোমবার মোট ১৭জন খেলোয়াড় ও সাতজন সাপোর্ট স্টাফ করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এরমধ্যে টেস্ট দলের ওপেনার সাইফ হাসান ও প্রধান ট্রেনার নিক লি’র রিপোর্ট পজিটিভ আসে। করোনাভাইরাসের কোনো লক্ষণ না থাকলেও, তারা ১৪ দিনের আইসোলেশনে থাকবেন। এরপর মঙ্গলবার বিসিবি’র আটজন সাপোর্ট স্টাফ করোনার নমুনা দিয়েছে, তাদের সকলেরই নেগেটিভ এসেছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা